নোট বাতিলের কারনে সবার জখন ঘাটতির বোঝা নিয়ে চিন্তায় মাথা তোলপাড় সেখানে এক দৃষ্টান্ত হয়ে থাকল কোচবিহার পুরসভা। গত ৩১ মার্চ ২০১৭-২০১৮ আর্থিক বছরের জন্য ৮ কোটি টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করলেন কোচবিহার পুরসভার চেয়ারপার্সন রেবা কুন্ডু।

Coochbehar-municipality

কোচবিহারের জনগনের মধ্যে এই বাজেট নিয়ে যথেষ্ট আগ্রহ ছিল। আর বাজেট পেশের পর পুরসভার এই উদ্বৃত বাজেট সবাই কে তাক লাগিয়ে দিয়েছে। এদিনের পুর বাজেটে ৭৮ কোটি৫১ লক্ষ১৮হাজার৯৫টাকার বাজেট পেশ হয়েছে। এদিনের বাজেটে আয় বৃদ্ধির হিসাব পেশ করে ৮ কোটি ৭৯লক্ষ ৬৩ হাজার ৩০৩ টাকার উদ্বৃত্ত বাজেটের কথা বলা হয়েছে। তবে শুধুমাত্র উদ্বৃত বাজেট নয় সেই সাথে বেশকিছু জনমুখী পদক্ষেপ এবার নিয়েছে কোচবিহার পুরসভা। এরমধ্যে উল্লেখযোগ্য হল শহরে ফ্রি ওয়াইফাই পরিষেবা, ট্রমা কেয়ারের জন্য আপতকালীন অ্যাম্বুলেন্স পরিষেবা, ভবঘুরেদের জন্য আবাসন তৈরী, দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য বুক ব্যাঙ্ক, লালদিঘির পারে পার্কিং জোন তৈরী। এছাড়া এই বাজেটে বলা হয়েছে শহরের দিঘি গুলি সংস্কার করা হবে, নির্মিয়মান জলপ্রকল্পের কাজ শেষ করা হবে দ্রুত, রাস্তা সংস্কার ও আবর্জনা মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নেবে কোচবিহার পুরসভা। একই সঙ্গে শহরের বিভিন্ন বেআইনি প্যাথোলজিকাল ল্যাবের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথাও বলা হয়েছে। একই সাথে বিভিন্ন পুর পরিষেবা নিয়ে এবার শহরবাসী হোয়াটঅ্যাপস এর মাধ্যমে সরাসরি পুর কতৃপক্ষের কাছে অভিযোগ জানাবার কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে। তবে এদিনের এই বাজেট নিয়ে বিরোধীরা বিভিন্ন অভিযোগ করলেও পুরসভার চেয়ারপার্সন রেবা কুন্ডু সেই অভিযোগ কে ভিত্তিহীন বলে জানান ও একই সাথে তিনি বলেন কেবলমাত্র বিরোধীতা করার জন্য বিরোধীরা এই অভিযোগ করে বলে তিনি উল্লেখ করেন।

Share

Leave a Reply